মরশুমের প্রথম ডার্বিতেই হার মোহনবাগানের

Spread the love

দুবেলা, সায়ন দাস: ক্যালকাটা ফুটবল লীগের ডার্বি ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এই ম্যাচে ইস্টবেঙ্গল ৩-২ গোলে জয়লাভ করে। ইস্টবেঙ্গল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। যার ফলস্বরূপ তাঁরা ৯ মিনিটেই তাঁদের প্রথম গোল তুলে নেয়। ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন জেসিন টিকে। এরপর আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলতে থাকে। মোহনবাগান কয়েকটি সুযোগ তৈরী করলেও গোলের দরজা খুলতে পারেনি। উল্টোদিকে প্রতি আক্রমণে ইস্টবেঙ্গল তাঁদের দ্বিতীয় গোল করে ফেলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন সায়ন ব্যানার্জী। প্রথমার্ধের খেলা ২-০ গোলে শেষ হয়।

খেলা দেখে যখন একপেশে মনে হচ্ছিলো ঠিক সেই সময় ঘুরে দাঁড়ায় মোহনবাগান। ৫৫ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান লিওয়ান কাস্টনহা। প্রথম গোল হওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মোহনবাগান। ৬৭ মিনিটে কিয়ান নাসিরির গোলে সমতা ফেরায় মোহনবাগান। তবে তাঁরা বেশিক্ষন এই স্কোরলাইন ধরে রাখতে পারেনি। ৬৯ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ডেভিড মোহনবাগানের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। বাকি সময়ে মোহনবাগান আক্রমণ তৈরী করলেও জালে বল জড়াতে ব্যর্থ হয় তাঁরা। ইস্টবেঙ্গল গোটা ম্যাচে ৫ টি হলুদ কার্ড দেখে এবং ৯৫ মিনিটে আমান সিকে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান। মোহনবাগান দেখে ২টি হলুদ কার্ড।

এই ডার্বিতে দুই দলই বেশ কিছু সিনিয়ার দলের খেলোয়াড়কে রেজিস্টার করায়। ইস্টবেঙ্গল এডমুন্ড, ডেভিড, দেবজিৎ, মার্তান্ড রায়নার মতো খেলোয়াড়ের সংযোজন করে। অপর দিকে মোহনবাগান কিয়ান নাসিরি, সুহেল ভাটের মতো খেলোয়াড়দের দলে নেয়।

 

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment