তীব্র গরমে বারংবার লোডশেডিং, CESC- WBSEDCL কর্তাদের কড়া বার্তা মন্ত্রীর

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তীঃ অসহ্য গরমে কাবু বঙ্গবাসী। অত্যধিক এসি ব্যাবহারের ফলে ভোল্টেজ ড্রপ হয়ে কারেন্ট যাওয়া শুরু হয় বেশ কিছু জায়গায়। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস সোমবার বিদ্যুৎ উন্নয়ন ভবনে সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম এর আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। লক্ষ্য রাজ্যের মানুষের কাছে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু।

আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত বড়বাজারের গুদাম

এই তীব্র চাঁদিফাটা গরমে যাতে মানুষকে লোডশেডিং এর মোকাবিলা করতে না হয় তা নিয়ে তৎপর রাজ্যের বিদ্যুৎ বিভাগ। অরুপ বিশ্বাস জানান সিএসসির কাছে ১০০ টি জেনারেটর আছে। যে কোন অসুবিধা হলে সেগুলিকে যথাযথভাবে ব্যবহার করা হবে। এছাড়াও কোনো টেকনিক্যাল ফল্ট হলে কি করতে হবে তা বৈঠকে আলোচনা করে নেওয়া হয়েছে। অরুপ বিশ্বাস জানিয়েছেন কোথাও কোন টেকনিক্যাল ফল্ট হলেই জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। রাজ্যের বিদ্যুৎ বন্টন এর হাতে রয়েছে ৪৫০ টি জেনারেটর। কোথাও কোনো অসুবিধা সৃষ্টি হলেই সঙ্গে সঙ্গে সেই জেনারেটর গুলি ব্যবহার করতে হবে তা কঠোর ভাবেই জানিয়ে দেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী।

আরও পড়ুনঃ আবারও ভূমিকম্প তাইওয়ানে, চিন্তায় বিশেষজ্ঞরা

অসহ্য গরমে মানুষের মনে লোডশেডিং নিয়ে এক অদ্ভুত ভয়ে সঞ্চার হয়েছে, যা খুবই স্বাভাবিক। বিগত কয়েকদিনের মধ্যে কলকাতার বিভিন্ন জায়গায় মধ্যরাতে কারেন্ট গিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে এই বৈঠকের ফলে কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। বিদ্যুৎ পরিষেবার ওপর সম্পূর্ণ ভরসা রাখা ছাড়া আর কোন উপায় দেখছে না সাধারন মানুষ।

আরও পড়ুনঃ সত্যিই কি ধোনি? নাকি অ্যাকাউন্টের আড়ালে অন্য কেউ!!

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment