রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত কয়েক দিনে তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে রবিবার অর্থাৎ এই গরমের হাত থেকে মুক্তি পাওয়া যাবে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর । রবিবার থেকে কলকাতা সহ ৯ টি জেলায় বৃষ্টির পুর্বাভাস জানাল আবহাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ মুক্তির এক সপ্তাহের মাথায় উধাও ” ভিড়” এর ট্রেলার

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়্গ্রাম, এবং বাঁকুড়া এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার ফলেই আবহাওয়ার এরুপ পরিবর্তন হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ কোপের মুখে সঙ্গীতশিল্পী

কলকাতার আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সাথে সাথে পরিবর্তন হবে আবহাওয়ার। বিকেলের পর কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে বলেই ধারণা আবহাওয়া অফিস সূত্রে। উত্তর ও দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়্রে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী পাঁচ দিন উত্তর পূর্ব ভারতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ভারতের বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যাতে ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment