পর পর ভুমিকম্পে আতঙ্কিত আমজনতা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: ২৮ ফেব্রুয়ারী শুক্রবার ভোরবেলায় কেঁপে উঠল পাকিস্তান ।শক্তিশালী ভূমিকম্প যা দেশের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছে। আগের রাতে ২টো ৫১ মিনিটে নেপালে ভূমিকম্প হয়। কেঁপে ওঠে নেপালের বাগবতী জেলা। জানা যায় নেপালের কাঠমান্ডু থেকে ৬৫ কিলোমিটার দূরে ভূস্তর থেকে ১০ কিলোমিটার নিচে ভূমিকম্পের সূত্রপাত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬. ১। পাশাপাশি পচিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিঙ্গেও ভূমিকম্প অনুভব করা যায়।

আরও পড়ুন:ট্যাংরা হত্যাকাণ্ডে নাবালকের হারহিম করা বয়ান

এছাড়াও ভারতের বিহার, পাটনা, সিকিম এই এলাকাগুলিতে ভূমিকম্প টের পাওয়া যায়। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয় ক্ষতির হিসাব পাওয়া যায়নি। শুক্রবার পাকিস্তানেও একই ভাবে ভোর ৫টা ১৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের সোয়াত জেলা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ সংলগ্ন অঞ্চল। স্থানীয় বাসিন্দারা জানান, কম্পনের ফলে তারা দ্রুত বাড়িঘর ও ভবন থেকে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন:সিএসকে শিবিরে ধোনির যোগদান

বিশেষজ্ঞরা জানান, পাকিস্তান ও নেপাল উভয় দেশই ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে প্রায়শই ভূমিকম্প ঘটে। তাই এই অঞ্চলের বাসিন্দাদের সবসময় সতর্ক থাকতে এবং ভূমিকম্পের সময় সচেতন থাকতে পরামর্শ দেন। বর্তমানে, পাকিস্তান ও নেপালের স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment