১০ দিন পর প্রকাশ্যে পাক সেনাপ্রধান, ট্যাঙ্কের মাথায় চড়ে হুঁশিয়ারি

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: দীর্ঘ ১০ দিন পর প্রকাশ্যে এসে ট্যাঙ্কের মাথায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। দেশের পশ্চিম সীমান্তবর্তী এলাকা খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলায় সেনা অভিযান পর্যবেক্ষণে গিয়ে তিনি বলেন, “যারা পাকিস্তানে অরাজকতা সৃষ্টি করতে চায় কিংবা দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী প্রস্তুত।”

তিনি সরাসরি নাম না করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর কিছু অংশ এবং আফগান সীমান্তের দিক থেকে ঘন ঘন আসা জঙ্গি হামলার প্রতি ইঙ্গিত করেন। সাম্প্রতিক সময়ে সেখানে আত্মঘাতী হামলা, নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ এবং বিক্ষোভ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সেনাপ্রধানের এমন বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

জেনারেল মুনির আরও বলেন, “যে কোনো বাহ্যিক আগ্রাসন বা অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মোকাবিলায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। কেউ যেন বাংলাদেশ ১৯৭১-এর পুনরাবৃত্তি করার সাহস না করে।” তার এই মন্তব্যে সরাসরি ভারতের দিকেও ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, পাকিস্তানে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত হুমকি একসঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে সেনাপ্রধানের এই শক্ত বার্তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং বাহ্যিক সম্পর্কের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment