পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন, গ্রেপ্তার গাড়ি চালক

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: প্রখ্যাত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের জিডি পার্ক সংলগ্ন বাড়িতে শুক্রবার রাতে মর্মান্তিক খুনের ঘটনা ঘটে। পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পরিচারক গোপীনাথ মুহুরির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, এবং এই ঘটনায় অভিযুক্ত গাড়িচালক বরুণ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:গরম পড়তেই পানীয় জলের সংকট

পুলিশ সূত্রে জানা যায়, দোলের দিন রাতে বাড়িতে বরুণ ও গোপীনাথ মদের আসর বসান। সেখানে দু’জনের মধ্যে তুমূল বচসা শুরু হয়, যা ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করে। তর্কাতর্কির চরম পর্যায়ে পৌঁছে গেলে বরুণ রান্নাঘর থেকে ছুরি এনে গোপীনাথকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় গোপীনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মদ্যপানের সময় ৫০০০ টাকা চুরির অপবাদ নিয়ে তাদের মধ্যে বিবাদ হয়, যা এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে। তবে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত বরুণ ঘোষকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রশ্ন আরও উঠছে পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আরও কর্মচারী ছিল তারা এই মর্মান্তিক ঘটনার সময় কোথায় ছিল?প্রত্যক্ষদর্শী বলে কি কেউ ছিল না?

আরও পড়ুন:হোলি কা দহন: অহং ঢাকে রঙে

পি কে বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর অবর্তমানে বর্তমানে বাড়িতে তাঁদের মেয়েরা থাকেন। এই ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। তদন্ত চলছে, এবং অভিযুক্তকে শনিবার আদালতে হাজির করা হবে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment