উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় পদত্যাগ করলেন, স্বাস্থ্য কারণেই তার এই সিদ্ধান্ত!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: ২১ জুলাই, সোমবার সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। নিজের শারীরিক অসুস্থতা এবং চিকিৎসকের পরামর্শ মেনে নিয়েই তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন, এবং তা সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।


জগদীপ ধনকড় ২০২২ সালের আগস্ট মাসে ভারতের উপরাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনৈতিক পরিসরে সক্রিয় ছিলেন। তবে বিগত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছিল বলে জানা গিয়েছে। চিকিৎসকদের  পরামর্শ ছিল, তাঁকে বিশ্রামে থাকতে হবে এবং ভবিষ্যতে নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে হবে। সেই কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এক বিবৃতিতে ধনকড় জানিয়েছেন, “আমি দেশ ও সংবিধানের প্রতি দায়িত্ববোধ থেকে এই পদে কাজ করে এসেছি। তবে এখন আমার স্বাস্থ্যই প্রধান বিষয়। আমি এই পদে থেকে দেশের সেবা করার মতো মানসিক ও শারীরিক শক্তি আর অনুভব করছি না।”

ধনকড়ের পদত্যাগে শূন্য হলো দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। এখন শিগগিরই নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী এক মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে। দেশের রাজনৈতিক মহলে ধনকড়ের এই পদত্যাগ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে ‘সাহসী ও সময়োপযোগী’ বলে প্রশংসা করছেন। অন্যদিকে, শাসক ও বিরোধী উভয় পক্ষই তাঁর অবদানকে সম্মান জানিয়ে দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করার প্রয়োজনীয়তার কথা বলছেন।

ভারতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ সময়ে ধনকড়ের বিদায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। এখন প্রশ্ন উঠছে, কে হবেন দেশের আগামী উপরাষ্ট্রপতি? সমস্ত চোখ এখন সংসদ ভবনের দিকেই।

Related posts

Leave a Comment