দুবেলা, রিয়া বিশ্বাস: প্রয়াত হলেন প্রাক্তন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী এবং জেএমএম পার্টির প্রতিষ্ঠাতা শিবু সোরেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর এই চিরবিদায়ের খবরটি নিশ্চিত করেছেন তাঁর পুত্র তথা বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জানা গেছে গত জুন মাস থেকেই কিডনি সংক্রান্ত সমস্যায় আক্রান্ত ছিলেন এবং দিল্লির স্যার গান্গা রাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রায় এক মাস লাইফ সাপোর্টে থাকার পর অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছিল। তখন থেকেই উদ্বেগ বাড়ছিল গুরুজির ভক্তদের মনে।শেষে সোমবার সকাল ৮ টা ৫৬ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
শিবু সোরেন ছিলেন ঝাড়খণ্ড আন্দোলনের অন্যতম পুরোধা নেতৃত্ব।স্বরাষ্ট্র ও আদিবাসী ন্যায়পরায়ণতার সুদুরপ্রসারী সংগ্রাম নির্ধারণী। তিনবার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন (২০০৫, ২০০৮–০৯, ২০০৯–১০), পাশাপাশি তিনবার কেন্দ্র সরকারের কয়লা মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয় দিশম গুরু আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেছেন। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শিবু সোরেনকে ‘আদিবাসী অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়নের অঙ্গীকারে নিষ্ঠাবান’ ব্যক্তি হিসেবে স্মরণ করেন। মোদি জানিয়েছেন, তিনি ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছেন এবং পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, গৃহমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অন্যান্য কেন্দ্র, রাজ্য নেতারা শোক প্রকাশ করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাজদ নেতা লালু প্রসাদ যাদবসহ রাজনীতি ও সামাজিক ক্ষেত্রের অনেকে শিবু সোরেনের প্রগতিশীল আদর্শ ও আদিবাসী অধিকারের প্রতি অবিচল দায়বদ্ধতার প্রশংসা করেছেন।
তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করায় ঝাড়খণ্ডে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং রাজ্য পরিষদে চলমান মনসুমি অধিবেশন আজই আপাতত স্থগিত করা হয়েছে। রাঁচিতে শেষকৃত্য অনুষ্ঠানে, হেমন্ত সোরেনের আহ্বানে “দিশোম গুরু অমর থাকুন” স্লোগান উচ্চারিত হয়, যা শোকগ্রস্ত জনতার আবেগকে ছুঁয়ে যায়। শিবু সোরেনের জীবন নানা রাজনৈতিক উত্থান-পতন ও বিতর্কের মধ্য দিয়ে গড়ে উঠেছে, কিন্তু তিনি চিরবিদায় নিলেও আজও ভারতীয় আদিবাসী রাজনীতির এক প্রভাবশালী সংগ্রামী নেতাদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ