দুবেলা, স্বর্ণেন্দু হালদারঃ ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশোধে নিতে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আমেরিকা থেকে আমদানির উপর ৭৫ শতাংশ শুল্ক আরোপ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কিছুটা সাহস দেখানোর আহ্বান জানিয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে সাহস দেখাবার দাবি জানাচ্ছি ।
পুরো দেশ আপনার পিছনে দাঁড়িয়ে। আমেরিকা ভারত থেকে রপ্তানির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। আপনি আমেরিকা থেকে আমদানির উপর ৭৫ শতাংশ শুল্ক আরোপ করুন। তারপর দেখুন ট্রাম্প মাথা নত করে কিনা। এছাড়াও কেজরিওয়াল বলেন, কেন্দ্রের নীতির কারণে অক্টোবর-নভেম্বর ফসল কাটার সময়, ভারতীয় তুলা উৎপাদনকারীরা ঝুঁকির মধ্যে পড়ছে, তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য কোন কার্যকর বাজার নেই।
কৃষকরা ঋণ নিয়ে বীজ এবং সার কিনছেন, শ্রমিকদের টাকা দিয়েছেন, এখন তারা কিভাবে ঋণ পরিশোধ করবে? আত্মহত্যা ছাড়া আর কোন বিকল্প থাকছে না। কেজরিওয়াল নরেন্দ্র মোদিকে ডোনাল্ড ট্রাম্পের সামনে নতজানু থাকার অভিযোগ করেছেন এবং মার্কিন শুল্কের প্রতি জোরালো প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে মোদী কেন নতজানু হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ।
এছাড়াও তিনি দাবি করেছেন ট্রাম্পের চাপে আমাদের কেন্দ্রীয় সরকার ১১ শতাংশ শুল্ক প্রত্যাহার করে আমাদের দেশের কৃষকের আত্মহত্যা করতে বাধ্য করেছেন।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ