দুবেলা,সুদীপা দাস: ট্রাম্পের পর কর কাঠামোয় পরিবর্তন নরেন্দ্র মোদির। আজ বিকেল 5 টায় দেশবাসির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষন দেন। নবরাত্রির প্রথম দিনের সূর্যোদয় থেকেই বিভিন্ন সামগ্রীতে কমছে GST হার এমনটাই ঘোষনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামীকাল ২২ সেপ্টেম্বর থেকেই দেশে শুরু হতে চলেছে GST সাশ্রয় উৎসব।
আরও পড়ুনঃ১.৪০ কোটি টাকার ঋণ এড়াতে, মৃত্যুর ভান
এই “NEW GENARATION GST REFORMS FESTIVAL”এর মাধ্যমে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে সাধারণ ব্যাবসায়ী লাভবান হবে সকলে। এই “GST REFORMS” ভারতকে উন্নয়ের পথে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে দাবি প্রধানমন্ত্রীর। দশকের পর দশক ধরে দেশের মানুষ বিভিন্ন করে আটকে ছিলেন, দেশকে এইপরিস্থিতি থেকে মুক্ত করা প্রয়োজন ছিলো, নতুন এই “GST REFORMS” এর মাধ্যমে। তা অনেকটাই সম্ভব হবে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এখন থেকে বিভিন্ন দৈনন্দিন সামগ্রিতে মূলত 5% ও 18% GST দিতে হবে সকলকে। স্বাস্থ্য বীমা ও ওষুধের উপর GST সম্পূর্ণ করমুক্ত হবে। নতুন এই GST র ফলে পর্যটনে অনেক সুবিধা হবে। তার এই “One Tax One Nation“ র সফর সফল হবে এমন টাই মনে করেছেন তিনি। দেশের সকল মানুষের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন স্বদেশী পণ্য কিনতে এবং বিক্রি করতে। স্বদেশীর এই মন্ত্রেই সমৃদ্ধ হবে গোটা দেশ বলেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃসোশ্যাল মিডিয়ায় AI ছবি ট্রেন্ড কতটা নিরাপদ?
ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর আমদানির শুল্ক চাপানোর পর বিদেশি পণ্যের শুল্ক থেকে মুক্তি পেতে এই পদক্ষেপ এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। তার এই নতুন GST পরিকল্পনা যাতে সফল হয় তাই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশে থাকতে বলেছেন তিনি। এই নতুন “GST REFORMS” পরিকল্পনার মাধ্যমে উপকৃত হবে গোটা দেশ এমনটাই দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ