পুজোর প্রসাদেই বিপদ! খাদ্যে বিষক্রিয়ার অসুস্থ ২৫০ জন

Spread the love

দুবেলা, এ ডিঃ পুজোর প্রসাদ ভক্তি করে খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো আড়াইশোর বেশি মানুষ। এমনই বিপত্তি ঘটলো ৬ ফেব্রুয়ারী মহারাষ্টের একটি গ্রামীণ এলাকায়। পুজোর মেলায় প্রসাদ হিসাবে আয়োজন করা হয়েছিল ক্ষীর। যা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই মেলায় আসা একাধিক মানুষ।

অসুস্থদের মধ্যে অনেককেই দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যথাযোগ্য চিকিৎসা শুরু হয়েছে। কেন এই রকম পরিস্থিতি সৃষ্টি হল মেলা প্রাঙ্গনে?  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রসাদ হিসাবে দেওয়া ক্ষীরটি নষ্ট হয়েছিল, যা খাদ্যে বিষক্রিযার কারণ হতে পারে। এই ক্ষীর খেয়েই মেলায় আসা মানুষেদের এমন পরিস্থিতি,বলেই অনুমান করা যাচ্ছে।

তবে স্বাস্থ্য বিভাগ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রশাসন ক্ষতিয়ে দেখছে বিষয়টি। সংশ্লিষ্ট খাদ্যের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকার মানুষদের মধ্যে।

Related posts

Leave a Comment