বিহার ও বাংলার ভোটের আগে GST কাঠামো পরিবর্তনে বড় চমক মোদির সরকারের

Spread the love

দুবেলা, সোমদত্তা ঘোষ: বিহার ও বাংলার ভোটের আগে GST কাঠামো পরিবর্তনে বড় চমক মোদির সরকারের। আজ বিকেল 5 টায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নবারাত্রির প্রথমদিন দেশের উন্নয়ন পরিকল্পে শুরু হতে চলেছে “Next-generation GST Refrom festival ” তাঁর কথায় এটি মধ্যবিত্তদের কাছে “বাচাত উৎসব”।

আরও পড়ুনঃ ১.৪০ কোটি টাকার ঋণ এড়াতে, মৃত্যুর ভান

একই সঙ্গে তিনি স্বদেশী পণ্যের উপর ভরসা রাখার কথা বলেলেন। আত্মনির্ভর ভারতের স্লোগানও দিলেন। নিজেদের পছন্দের জিনিস কিনতে পারবে সাধারণ মানুষ। সমস্তধরনের ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবে বলেছেন মোদি।

তিনি বলেন “ONE NATION ONE TAX” সফর তার সফল হচ্ছে বলে  মনে করেন। এবার মূলত 5% ও 18 % GST দিতে হবে সবাইকে।

আরও পড়ুনঃ বৃষ্টি ভেজা বিকেলে শারদ উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর, কটাক্ষ বিরোধী দলনেতার!

নতুন জিএসটি সংস্কারের ফলে পর্যটনেও সুবিধা পাওয়া যাবে। পর্যটকদের হোটেলের জিএসটি কমছে। জিএসটিতে লাভবান হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। দেশ যখন উন্নতি শিখরে আসবে তখন এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প হবে মূল ভিত্তি। দেশীয় পণ্য উৎপন্নের দিকে তিনি বেশি জোর দিচ্ছেন। অন্যদিকে ট্রাম্প ভারতের উপর আমদানি শুল্ক চাপানোর পর, এদিন ও বিদেশী পণ্যের করের জাল থেকে মুক্ত হওয়ার কথা বলেছেন মোদি।

Related posts

Leave a Comment