ভারতীয় ডেভেলপারদের আয় প্রায় ৩ গুণ বৃদ্ধি

Spread the love

দুবেলা: শ্রদ্ধা দাস: অ্যাপ স্টোর ইকোসিস্টেম ভারতে ২০২৪ সালে ৪৪,৪৪৭ কোটি টাকা (৫.৩১ বিলিয়ন ডলার) ডেভেলপার বিলিং ও বিক্রয় করেছে। অ্যাপলের পরিচালিত এই গবেষণা করেন আইআইএম আহমেদাবাদের অধ্যাপক বিশ্বনাথ পিঙ্গলি।

গবেষণা থেকে জানা যায়, মোট বাণিজ্যের ৯৪% বেশি সরাসরি ডেভেলপার ও ব্যবসায়িক মহলেই পৌঁছে গেছে। অ্যাপল কোনো কমিশন গ্রহণ করেনি বলেই হয়। বিশেষ সূত্রের দাবি, বিগত ৫ বছর ধরে ভারতীয় ডেভেলপারদের আয় প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। যা আরো জোরালো করে তুলেছে এই তথ্যকে। অ্যাপলের সিইও টিম কুক এক বিবৃতিতে বলেন,” ভারতের প্রাণবন্ত ও জোরালো অ্যাপ ইকোসিস্টেম বিশ্বব্যাপী ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এই সাফল্য আমার সবসময় সমর্থন করবো ও পাশে থাকবো।”

২০২৪ সালে ভারতীয় ডেভেলপাররা শারীরিক পণ্য ও পরিষেবার বিক্রয় থেকে ৩৮,৯০৬ কোটি টাকা, অন্য দিকে ইন অ্যাপ বিজ্ঞাপণ থেকে ৩,০১৪ কোটি টাকা ও শেষে ডিজিটাল পণ্য ও পরিষেবা থেকে ২,৫২৭ কোটি টাকা আয় করেন। গবেষণাতে আরো জোরালো ভাবে উল্লেখ করা হয়েছে, খাদ্য সরবরাহ, ভ্রমণ, বিনোদন, মূলক অ্যাপ ব্যবহারের বৃদ্ধি অ্যাপ স্টোর ইকোসিস্টেম কে আরো উন্নতির চরমে নিয়ে গেছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment