দুবেলা, রিয়া বিশ্বাস: সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে নতুন GST কাঠামো চালু হলো, প্রায় প্রত্যেক নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ওপর। নতুন এই ব্যবস্থা অনুযায়ী দেশের বাজারে দেড়শোরও বেশি জিনিসপত্রের দাম কমেছে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসামগ্রী—প্রায় প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ কমেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম, ও কেন্দীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, নতুন GST কাঠামোটি মূলত মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের উপর বিশেষভাবে মনোযোগ দিয়ে তৈরি করা হয়েছে।এই দুর্মূল্যের বাজারে সংসার চালানোয় হিমশিম খেয়ে যাচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষজন।
আগে যেমন একই মাসিক ইনকামে রীতিমতো ভালই তাদের সংসার চলত। কিন্তু বর্তমানে এত পরিমানে জিএসটি এবং দাম বাড়ায় কালঘাম ছুটছে ক্রেতাদের। অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপ দেশজুড়ে ক্রয় ক্ষমতা বাড়াবে এবং ভোক্তাদের দৈনন্দিন ব্যয় কমাবে। সরকার সূত্রে জানা গেছে, বর্তমানে হ্রাসকৃত মূল্যের মধ্যে রয়েছে বিভিন্ন ইলেকট্রিক জিনিসপত্র জিনিসপত্র ,খাদ্যদ্রব্য, শস্য, তেল, ডাল, চিনি, আটা এবং অন্যান্য প্রাথমিক প্রয়োজনীয় জিনিসপত্র। তবে নেশা এবং তামাকজাত দ্রব্য এবং নরম তরল পানীয় দ্রব্যের জিএসটি আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু এই জিনিসগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই এগুলির দাম কমানো হয়নি বরং আরো বেড়ে গেছে।
আরও পড়ুনঃসোশ্যাল মিডিয়ায় AI ছবি ট্রেন্ড কতটা নিরাপদ?
বাজারে প্রতিক্রিয়া ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সাধারণ মানুষজনদের কাছে এটা বড় সুখবর। বাজার থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস এখন সহজ দামে পাওয়া যাবে। নতুন GST কাঠামোর প্রধান লক্ষ্য হলো দেশজুড়ে কর ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ এবং ভোক্তাবান্ধব করে তোলা। এই হ্রাস কেবল খাদ্যদ্রব্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। কসমেটিক্স গৃহস্থালী যন্ত্রপাতি, পড়াশোনার সামগ্রী এবং কিছু স্বাস্থ্যসেবা পণ্যেও কর হ্রাস করা হয়েছে। অর্থাৎ, সকলেই এই নীতির সুবিধা পেতে চলেছেন।
আরও পড়ুনঃনতুন হামার ইলেকট্রিক গাড়িতে দীপিকা-রণবীরের ছবি ভাইরাল
সরকার এই নতুন নীতির আওতায় প্রায় ১৫০টিরও বেশি জিনিসপত্রের উপর GST কম করেছে। বাজারে ইতিমধ্যেই কিছু পণ্যের নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। যেমন, খাদ্যদ্রব্যের মধ্যে চালের দাম হ্রাস পেয়েছে, তেলের দামও কমানো হয়েছে, ডাল, চিনি ও ময়দার দামও কমেছে। গৃহস্থালী যন্ত্রপাতির মধ্যে পাখা, টেলিভিশন, রেফ্রিজারেটর প্রভৃতি পণ্যের উপরও GST হ্রাস করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বেশিরভাগ দোকানগুলিতেই কোনরকম নীতি বা নির্দেশিকা জারি করা হয়নি তাই আগের দামেই দ্রব্য বিক্রি করছেন দোকানদাররা।
আরও পড়ুনঃজনপ্রিয় গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রয়াত
সার্বিকভাবে, বলা যায় নতুন GST কাঠামো দেশের ক্রেতা-বাজারকে এক নতুন স্বস্তি দেবে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর দৈনন্দিন ব্যয় কমবে। সরকারের আশাবাদ, এই পদক্ষেপ দেশের ক্রয়ক্ষমতা বাড়িয়ে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
দুবেলা নিউজকে follow করুনঃ
-
https://www.facebook.com/dubelanews
-
https://x.com/dubelanewsdesk
-
https://www.youtube.com/@DUBELANEWS
-
https://www.instagram.com/dubelanews/

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ