প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্রে স্বামীকে বিদ্যুৎ শক দিয়ে খুন, ধৃত স্ত্রী ও শ্যালক

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: দিল্লির উত্তম নগরের একটি বহুতল আবাসনে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড। ৩৬ বছর বয়সী করণ দেব নামে এক ব্যক্তিকে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে পুলিশি তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক।

১৩ জুলাই রাতে করণ দেবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্ত্রী সুস্মিতা। তিনি জানান, স্বামী ঘরের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত শকে মারা গেছেন। প্রথমে পরিবারও সেই দাবিকে মান্যতা দিলেও, পরে পুলিশ করণের মৃত্যুকে ঘিরে সন্দেহজনক পরিস্থিতি দেখতে পায় এবং ময়নাতদন্তের আদেশ দেয়।

ঘটনার তিন দিন পর করণের ভাই কুণাল করণের মোবাইল থেকে ইনস্টাগ্রাম চ্যাট উদ্ধার করেন। সেখানে দেখা যায়, করণের স্ত্রী সুস্মিতা ও তাঁর প্রেমিক ঘরেরই জামাই রাহুল একসঙ্গে করণকে খুন করার পরিকল্পনা করছিলেন। চ্যাটে লেখা ছিল, “ঘুমের বড়ি খাওয়ার পরও মরছে না এখন কী করব?” জবাবে প্রেমিক লিখেছে, “বিদ্যুতের শক দাও টেপ দিয়ে হাত বেঁধে দাও।”

পুলিশ জানিয়েছে, করণকে ১৫টি ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর অচেতন অবস্থায় তাঁকে বিদ্যুৎ শক দিয়ে হত্যা করা হয়। তদন্তে জানা যায়, সুস্মিতা ও রাহুলের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। করণ তাদের সন্দেহ করতেন এবং প্রায়শই স্ত্রীর উপর মানসিক ও আর্থিক অত্যাচার করতেন বলেও দাবি করেছে অভিযুক্তরা।

বর্তমানে পুলিশ সুস্মিতা ও রাহুলকে গ্রেফতার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পুরো ঘটনার আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছে পুলিশ।

Related posts

Leave a Comment