বিতর্কের মাঝেই বিহারের সংশোধিত তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

Spread the love

দুবেলা, পুজা বসুঃ বিহার ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রায়দিনই উত্তাল হয়ে উঠছে সংসদ ভবন। তালিকা সংশোধন নিয়ে বিতর্কের জেরে সর্বোচ্চ আদালতেও পৌঁছায় বিরোধীরা। মামলা এখনো বিচারাধীন রয়েছে। এবার বিতর্কের মধ্যেই বিহারে সংশোধিত খসরা তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সেই তালিকায় বাদ পড়লো প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম।

বিহার ভোটার তালিকা সংশোধন কে কেন্দ্র করে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় দিনই এই বিষয়ে প্রতিবাদের জেরে বাতিল করতে হচ্ছে সংসদের অধিবেশন। বিতর্কের মাঝেই আজ দুপুর বিহারের সংশোধিত খসরা তালিকা আপলোড করা হয়। তালিকার ডিজিটাল কপি বিডিও দের দেওয়া হয়েছে। এছাড়া সাধারন মানুষও তালিকা ডাঊনলোড করতে পারবেন। তালিকার অনুযায়ী, প্রায় ৬৫ লক্ষ ২০ হাজার জন ভোটারের নাম বাদ পড়েছে তালিকার থেকে। এদের মধ্য মৃত ভোটারের সংখ্যা প্রায় ২২ লক্ষ।

এছাড়া , একাধিক জায়গায় নাম রয়েছে এমন ভোটারের সংখ্যাও প্রায় ৭ লক্ষ। পাকাপাকি স্থানান্তরিত অথবা খোঁজ পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যাও প্রায় ৩৫ লক্ষ। তবে তালিকা দেখে যদি কেউ মনে করেন তিনি প্রকৃত ভোটার অথচ তার নাম ওঠেনি এমন ভোটাররা আবেদন করতে পারবেন ১ সেপ্টেম্বর পর্যন্ত। আজ ১আগস্ট থেকে ১সেপ্টেম্বর এই একমাস নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্যে আবেদন করতে পড়বেন ভোটাররা। এছাড়াও, বিএলও বা বিডিওদের যদি কোন নাম নিয়ে আপত্তি থাকে তাও তারা নির্বাচন কমিশনকে জানাতে পড়বেন এই সময়ের মধ্যে। এরপরই , ফাইনাল তালিকা প্রকাশ করবে ইলেকশন কমিশন।

কাজ শেষ হলে, নভেম্বর মাসেই হতে পারে বিহার ইলেকশন এমনটাই জানা যাচ্ছে। তবে ২৫ জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১ লক্ষ ২০ হাজার মানুষ এখনো ফর্ম জমা দেননি এমনটাই জানা যাচ্ছে। এদিনও সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ চলে। সংসদের ভিতরে বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট। প্রিয়াঙ্কা গান্ধীও সেই বিক্ষোভে সামিল হন। এমনকি বিক্ষোভের উভয় পক্ষেরই অধিবেশন ব্যাহত হয়।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment