দুবেলা, রিয়া বিশ্বাস: উত্তরাখণ্ডের উত্তরকাশীর হরসিল ও ধরালিতে মেঘভাঙা বৃষ্টির ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন করে বিপর্যয়ের কবলে জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার দুপুরে কিস্তওয়ার জেলার ছোসিটি গ্রামে, মাচৈল মাতা মন্দিরের নিকটবর্তী এলাকায় প্রবল মেঘভাঙা বৃষ্টির ফলে হঠাৎই সৃষ্টি হয় ভয়াবহ হড়পা বান। পাহাড়ি এলাকায় ধস নামার পাশাপাশি প্রবল স্রোতে বহু মানুষ আটকে পড়েন ও ভেসে যান। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা এখন পর্যন্ত কমপক্ষে ৩৩ এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাচৈল মাতা মন্দির জম্মু ও কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছরই ছোসিটি গ্রাম থেকে শুরু হয় যাত্রা। ঘটনার দিনও বহু পুণ্যার্থী যাত্রা শুরু করেছিলেন, কিন্তু আচমকা নামা মেঘভাঙা বৃষ্টিতে সব পরিকল্পনা ভেস্তে যায়। শক্তিশালী স্রোতে বহু মানুষ তলিয়ে যান।
উদ্ধারকাজে যুক্ত হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) দুই কোম্পানি। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকার্যে সমস্যার মুখে পড়ছেন জওয়ানরা। কিস্তওয়ারের ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং লেফ্টেন্যান্ট গর্ভনরের সঙ্গে। মেঘভাঙা বৃষ্টির জেরে পুঞ্চ জেলার মেন্ধার নদীর জলস্তরও বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ