দুবেলা, রিয়া বিশ্বাস: আমেদাবাদের যাত্রীবাহী প্লেন দূর্ঘটনার আতঙ্কে, এখনো সাধারণ মানুষ ভয় কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনা বিমান। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের।
৯ জুলাই বুধবার, ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরু জেলায়। বেলা তখন দুপুর সূর্য একেবারে মাঝ আকাশে, চুরুর রতনগড় এলাকার ভানুদা গ্রামের বাসিন্দারা একটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যেই তাঁরা দেখেন খোলা মাঠ থেকে দাউ দাউ আগুনের শিখা ও ধোঁয়া উপরের দিকে উঠছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকলে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও দমকল। এবং উদ্ধার কাজ এবং আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থল পর্যবেক্ষণ করে।
পুলিশ সূত্রে জানা গেছে বিমানটি ভারতীয় বায়ু সেনার জাগুয়ার বিমান। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন পাইলট ও অন্যজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। এর আগে আমেদাবাদ যাত্রীবাহী প্লেন দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছে।তবে ভাগ্যের এমন পরিহাস যে জীবিত ছিল মাত্র ১ জন। ফের আবার আতঙ্ক রাজেস্থানে।
দুর্ঘটনার খবর জানাজানি হতেই রতনগড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় ভিড় করে স্থানীয় বাসিন্দারা। যদিও বর্তমানে পুলিশ ও সেনা বাহিনী এসে জায়গাটিকে ঘিরে ফেলেছে। বর্তমানে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করার কাজ শুরু হয়েছে। প্রশ্ন কী ভাবে বিমানটি ভেঙে পড়ল? তা নিয়ে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ