রাজধানীতে সাংসদদের ফ্ল্যাটে দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: রাজধানী নয়াদিল্লিতে সংসদ ভবনের অদূরে অবস্থিত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বহুতল ভবনটি মূলত রাজ্যসভা ও লোকসভার সদস্যদের জন্য বরাদ্দ সরকারি আবাসন হিসেবে ব্যবহৃত হয়। আগুন লাগার পর মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা, চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নির্দিষ্ট সময় দমকল না আসায় বিক্ষোভ দেখায় বাসিন্দারা।

দমকল সূত্রে জানা যায়, দুপুর ১টা ২২ মিনিট নাগাদ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টি ইঞ্জিন পাঠানো হয়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর পাওয়ার পরও প্রায় আধঘণ্টা দেরিতে পৌঁছায় দমকলের ইঞ্জিনগুলি। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে ভবনের স্টিল্ট ফ্লোর থেকে উপরের তলা পর্যন্ত। পার্কিং এলাকায় থাকা একাধিক গাড়ি ও ঘরের আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায় ততক্ষনে।

ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পার্কিং এলাকায় রাখা গদি ও আসবাবপত্র থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রায় এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে অনুমান করা সম্ভব হয়নি। সাংসদদের সরকারি আবাসনে এমন ভয়াবহ আগুন ও তাতে দমকলের দেরি—এই দুটি বিষয় নিয়েই ক্ষোভে ফুঁসছে বাসিন্দারা।

তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর না থাকলেও কয়েকজন আতঙ্কিত হয়ে হালকা অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত অংশ আপাতত সিল করে দিয়েছে পুলিশ। রাজধানীর একদম কেন্দ্রস্থলে সাংসদদের সরকারি ফ্ল্যাটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড শুধু আতঙ্ক নয়, প্রশাসনিক দিক থেকে নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে।

দুবেলা নিউজকে follow করুনঃ

Related posts

Leave a Comment