দুবেলা, রিয়া বিশ্বাস: রাজ্যে আর বছর দুই পরেই ভোট রয়েছে মোদির । তার আগে সমস্ত কিছুই বদলে ফেলা হল গুজরাতের মন্ত্রিসভার। গতকাল, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া মন্ত্রিসভার সকল সদস্য পদত্যাগ করেন মন্ত্রী পদ থেকে। তারপরেই আজ, শুক্রবার গুজরাটে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে শুক্রবার। এবার তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পেলেন তরুণ নেতা হর্ষ সাংভি। পাশাপাশি ১৯ জন নতুন মুখ স্থান পেয়েছেন এই নতুন মন্ত্রিসভায়। তাঁদের মধ্যে অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু হয়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা।তিনি জামনগর উত্তরের বিজেপি বিধায়ক।
ভূপেন্দ্র পটেল দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই জল্পনা চলছিল কে হবেন তাঁর ডেপুটি? শেষমেশ বিজেপির তরুণ তুর্কি হর্ষ সাংভিকেই দেওয়া হলো সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাত্র ৩৯ বছর বয়সেই গুজরাটের রাজনীতিতে এক শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন সাংভি। এর আগে তিনি রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন এবং সংগঠনের স্তরে তাঁর দক্ষতা বহুবার প্রশংসিত হয়েছে। শুক্রবার তিনি উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন।
নতুন মন্ত্রিসভায় ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছে বিজেপি নেতৃত্ব। অভিজ্ঞ মুখদের পাশাপাশি তরুণ এবং মহিলা সদস্যদেরও জায়গা দেওয়া হয়েছে। রিভাবা জাদেজার মন্ত্রী হওয়া নিঃসন্দেহে নজর কাড়ছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, মহিলা উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের দায়িত্ব পেতে পারেন তিনি। মন্ত্রিসভায় আরও অন্তর্ভুক্ত হয়েছেন জয়েশ রাডাদিয়া, কীর্তি সিংজাদ, পারেশ ধনানি প্রমুখ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এই মন্ত্রিসভা হবে উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক। গুজরাটের জনগণের আস্থা রাখব কাজে।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি এবার ভবিষ্যৎ নির্বাচনকে মাথায় রেখেই এই নতুন দল সাজিয়েছে। তরুণ মুখ এবং নারী নেতৃত্বকে সামনে রেখে গুজরাটে নতুন দিক খুলতে চাইছে তারা।
নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আচার্য দেবব্রত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য শীর্ষ বিজেপি নেতা। পুরো অনুষ্ঠানটি ছিল জাঁকজমকপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ। ভূপেন্দ্র পটেলের নতুন টিমে স্পষ্ট“গুজরাট মডেল” এখন আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রূপ নিচ্ছে। বিজেপির লক্ষ্য, আগামী নির্বাচনেও গুজরাটে অপরাজেয় ধারা বজায় রাখা।
দুবেলা নিউজকে follow করুনঃ
-
https://www.facebook.com/dubelanews
-
https://x.com/dubelanewsdesk
-
https://www.youtube.com/@DUBELANEWS
-
https://www.instagram.com/dubelanews/

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ