চাকরি বাতিলের প্রভাব একাধিক স্কুলে, প্রশ্নের মুখে পঠনপাঠন!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬০০০ চাকরি বাতিল। ২০১৬ সালের গোটা প্যানেল বাদ হয়ে গেল (SSC)  সমস্ত চাকরিপ্রাথী শিক্ষক শিক্ষিকারা। সঠিক OMR শিট এবং উত্তরপত্রের অভাবের কারণে প্রকৃত ও যোগ্য প্রাথীদের চিহ্নিত করা সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের।

তবে প্রশ্ন এখন যে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হলো তাদের মধ্যে অনেকেই মাধ্যমিকের খাতা দেখেছেন। প্রায় ৭০ হাজার খাতা দেখা শেষ হয়ে তা প্রধান পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে। এই মিহূর্তে উচ্চমাধ্যমিকের বহু খাতা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কাছে রয়েছে। প্রশ্ন এই খাতা গুলির কি হবে। তারাতো মাধ্যমিকের খাতাও দেখেছেন তা কি বৈধ? আর উচ্চমাধ্যমিকের খাতা দেখার ঘাটতি বা পূরণ হবে কিভাবে? এই সব প্রশ্ন ঘুরপাক করছে শিক্ষামহলে।

শিক্ষকদের বক্তব্য তারা শিক্ষক থাকাকালীন পরীক্ষার্থীদের খাতা দেখেছেন। কিন্তু বর্তমানে তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে অতএব তারা এখন আর শিক্ষক নন। এখন ও খাতা দেখছেন,তবে শিক্ষক হিসাবে দেখবেন কি করে উচ্চমাধ্যমিকের খাতা, প্রশ্ন তুললেন চাকরিহারা প্রার্থীরা।

পরীক্ষার খাতা এখনো পুরোটা ডিস্ট্রিবিউশন হয়নি। এখনো একাধিক শিক্ষকদের খাতা নেওয়ার কথা ছিল। চাকরি বাতিলের পর এই খাতা গুলোর কি হবে। এখনো এই খাতা দেখার পক্রিয়া শেষ হয় নি চিন্তিত উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। এই অবস্থায় জল্পনার সৃষ্টি হয়েছে শিক্ষামহলে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment