ক্যাডবেরিতে ফাঙ্গাস, সতর্ক থাকুন

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : সম্প্রতি হায়দ্রাবাদের এক মহিলা বাসিন্দা টুইটারে তার সাথে ঘটে যাওয়া এক ঘটনা শেয়ার করেন। ডেয়ারি মিল্ক চকলেটের একটি বার তিনি কেনেন এবং বাড়ি ফিরে সেটা খুলতেই লক্ষ করেন চকলেটটির বিভিন্ন জায়গায় ফাঙ্গাস অর্থাৎ ছত্রাক।

আরও পড়ুন : ময়দানে মহিলার দগ্ধ দেহ উদ্ধার, মৃত্যু কারণ এখনো ধোঁয়াশায়

২৭ এপ্রিল তিনি টুইটারে চারটে ছবি সহ পুরো ঘটনাটি ব্যাখ্যা করে পোস্ট করেন। তিনি জানান চকলেটটি ২০২৪ এর জানুয়ারি তে তৈরি এবং আগামী ১২ মাস অবধি তা ঠিক থাকার কথা। এই ৩ মাসে কি করে এরম হলো তা নিয়েই ভাবছেন তিনি। ইতিমধ্যেই প্রায় ৬০০,০০০ মানুষ দেখেছেন পোস্টটি ও অনেকেই মানুষকে সতর্ক করার জন্য ঘটনাটি বিভিন্ন সমাজ মাধ্যমে শেয়ার করেন। বিভিন্ন মানুষ কমেন্টে নিজেদের মতামত দেওয়া শুরু করেন। একজন জানান এটিকে চকলেট ব্লুম বলা হয় যার অর্থ চকোলেটের মধ্যে কোনোরকম ছত্রাকের সৃষ্টি। আবার অন্য একজন বলেন চকোলেটের চারপাশের তাপমাত্রার বারংবার পরিবর্তন হলেও জন্মাতে পারে ছত্রাক। এই ঘটনা নিয়ে অনেকে তামাশা ও শুরু করেন। অনেকে আবার কনসিউমার ফোরামে অভিযোগ ও করতে বলেন।

আরও পড়ুন : রাহুল গান্ধীর বক্তব্যে সমর্থন প্রাক্তন পাক মন্ত্রীর, কটাক্ষ বিজেপির

ক্যাডবেরি  কোম্পানি থেকেও ওই পোস্টে কমেন্ট করেন। তারা বলেন তারা সবসময়ই জিনিষের গুণাগুণ পরীক্ষা করে দেখেন। তারা ওই মহিলার কাছে ক্ষমা ও চান এরম একটি বিষয়ের জন্য।

আরও পড়ুন : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment