ইউক্রেন ইস্যুতে তারা হাঙ্গেরিতে মুখোমুখি ট্রাম্প ও পুতিন

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: আন্তর্জাতিক মহলে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে নামছেন বলে সূত্রের দাবি। জানা গেছে, ট্রাম্প আসন্ন সময়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে বসতে পারেন।

কূটনৈতিক মহলের মতে, এই বৈঠকের মূল উদ্দেশ্য হবে ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের সম্ভাবনা নিয়ে আলোচনা। যদিও হোয়াইট হাউসের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ট্রাম্প প্রশাসন গোপনে এই সাক্ষাৎকারের প্রস্তুতি নিচ্ছে।, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এর মাঝেই ট্রাম্প জানায় দ্বিতীয় দফায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সম্পর্ক ক্রমশ তলানিতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই আন্তর্জাতিক রাজনীতিতে এক বড় মোড় হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের ধারণা, যদি এই বৈঠক বাস্তবায়িত হয়, তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির পথে এক নতুন দিগন্ত খুলে যেতে পারে।

তবে ইউক্রেন সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, মার্কিন প্রশাসনের একাংশের মতে, এই বৈঠক সফল হলে তা বিশ্ব রাজনীতির ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বর্তমানে বৈঠকের সঠিক তারিখ ও সময় নিয়ে গোপনীয়তা বজায় রাখা হলেও বুদাপেস্টে পুতিন-ট্রাম্প সাক্ষাৎ বাস্তবায়িত হলে তা নিঃসন্দেহে বিশ্ব দৃষ্টি আকর্ষণ করবে।

দুবেলা নিউজকে follow করুনঃ

 

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment