৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিনস

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: ভয়াবহ ভূমিকম্পে ফের কেঁপে উঠল ফিলিপিন্স। শুক্রবার ভোরে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার ভূমিকম্পে থরথর করে কেঁপে ওঠে দেশের দক্ষিণাঞ্চল। মুহূর্তের মধ্যেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপের উপকূলে, ভূমি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরে সমুদ্র উপকূল বরাবর ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রবল কম্পনে একাধিক ভবন দুলতে শুরু করে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় বেশ কিছু এলাকায়। তাছাড়াও বেশ কয়েকটি স্থানে বহুতল ভবনের দেওয়াল ফেটে গেছে, ভেঙে পড়েছে কিছু ঘরবাড়ি।

ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয় উপকূলবর্তী অঞ্চলে। প্রশাসন ইতিমধ্যে উদ্ধার ও ত্রাণকাজে নামিয়েছে সেনা ও বিপর্যয় মোকাবিলা দলকে। স্থানীয় সময় সকাল পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, ভূমিকম্পের তীব্রতা দেখে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, পরবর্তী কয়েক ঘণ্টায় আফটারশক দেখা দিতে পারে।ইন্দোনেশিয়ার দুটি প্রদেশেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সুনামির জেরে ফিলিপিন্সের উপকূলবর্তী এলাকায় ঢেউয়ের উচ্চতা তিন মিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় “রিং অব ফায়ার”-এর ওপর অবস্থিত ফিলিপিন্স প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে। এবারের কম্পন গত কয়েক বছরের মধ্যে অন্যতম শক্তিশালী বলে জানিয়েছেন ভূ-বিজ্ঞানীরা।

Related posts

Leave a Comment