দুবেলা, রিয়া বিশ্বাস: পাঁচ বছর পর আবার চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে চলেছে ভারত। কোভিড-১৯ মহামারির কারণে এবং ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সামরিক সংঘর্ষের পর এই ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। দীর্ঘদিন পর পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং কূটনৈতিক স্তরে আলোচনার ফলস্বরূপ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, আগামী ২৪ জুলাই থেকে চীনের নাগরিকরা পুনরায় ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পর্যটন ছাড়াও শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবসায়িক সম্পর্কেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। চীনের নাগরিকরা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বেইজিং, শাংহাই ও গুয়াংজৌ থেকে আবেদন জমা দিতে পারবেন। বেইজিং থেকে আবেদনকারীদের ক্ষেত্রে পাসপোর্ট প্রত্যাহারের জন্য একটি লিখিত অনুমতির প্রয়োজন হবে। চীনের বিদেশ মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানিয়েছে, এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হবে। ভারত সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভিসা চালুর মাধ্যমে মানুষ-মানুষের সংযোগ বাড়ানো এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু করাই মূল উদ্দেশ্য। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করবে বলে আন্তর্জাতিক মহল মনে করছে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ