কানাডায় কপিল শর্মার ‘Kap’s Café’-তে  ফের হামলা!

Spread the love

 দুবেলা, রিয়া বিশ্বাস : কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের নিউটন এলাকায় অবস্থিত কপিল শর্মার ‘Kap’s Café’-এ বুধবার গভীর রাতে আবারও গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি গাড়ি থেকে প্রায় ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয় ক্যাফেটির কাঁচের জানালার দিকে। এই ঘটনায় কেউ আহত না হলেও চরম আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রাত প্রায় ১:৫০ মিনিট নাগাদ গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তে জানা গেছে, এই হামলার দায় স্বীকার করেছে ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর সদস্য হরজিত সিংহ লাড্ডি। তার অভিযোগ, কপিল শর্মার একটি কমেডি শো-তে নিহাং শিখ সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে।

এই ঘটনার মাত্র ছয় দিন আগেও একই ক্যাফেতে গুলি চালানো হয়েছিল। ওই ঘটনাটিও লাড্ডি দায় স্বীকার করে। ক্যাফের তরফ থেকে জানানো হয়েছে, “আমরা এই হামলার ধাক্কা সামলাচ্ছি, কিন্তু হাল ছাড়ছি না।”যদিও এ বিষয়ে কপিল শর্মার তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

কানাডার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং হামলার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। ভারতে কপিল শর্মার মুম্বইয়ের বাড়িতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার পর ভারতের রাজনৈতিক মহল থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে।

ঘটনা দুটির মধ্যে সাদৃশ্য থাকায়, কানাডায় প্রবাসী ভারতীয় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তদন্ত চলমান রয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Related posts

Leave a Comment