দুবেলা, রিয়া বিশ্বাস: বলিউডের সেরা তারকাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রীতি জন্মাষ্টমীর দিন মুম্ম্বাইয়ে আয়োজিত হয়েছিল ধুম ধাম করে ‘দহি হাণ্ডি’র অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। আর সেই অনুষ্ঠানেই ‘ভারত মাতার জয়’ ধ্বনি দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী।
হাজার হাজার ভক্তের ভিড়, ঢাকঢোলের তালে তালে উৎসবের রঙে মেতে উঠল শহর। ঠিক এই সময় অভিনেত্রী জাহ্নবী উপস্থিত ছিলেন এই বিশেষ আয়োজনে। হান্ডি ভাঙার মুহূর্তে ভিড়ের মধ্যে হঠাৎই গর্জে উঠল “ভারতমাতার জয়! ভারতমাতার জয়!” স্লোগান দিল অভিনেত্রী।সেই স্লোগানের প্রতিধ্বনি ভাসছিল চারদিক জুড়ে। এই স্লোগানে তাঁকে ঘিরে একাধিক মিম তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। তবে লাগাতার ট্রোলিংয়ের জবাব দিলেন নায়িকা। তাঁর সপাট উত্তর, ‘প্রতিদিন বলব, ভারত মাতার জয়’।ভারতমাতার জয় শুধু একটি স্লোগান নয়, এটা আমাদের অন্তরের অনুভূতি। জন্মাষ্টমীর দিনে কৃষ্ণ যেমন ধর্ম ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন, তেমনই আজ আমাদেরও দায়িত্ব দেশকে ভালোবাসা আর ঐক্যের পথে এগিয়ে নেওয়া।”তাঁর এই জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন জাহ্নবী আসলেই দেশপ্রেম আর ভক্তিকে একসঙ্গে মিলিয়ে দিলেন।
মুক্তির অপেক্ষায় জাহ্নবীর ছবি ‘পরম সুন্দরী’। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। বর্তমানে ছবির প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন অভিনেত্রী। তেমনই গত শনিবার মুম্বইয়ে জন্মাষ্টমী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে এদিন দই–হান্ডি উৎসবে অংশ নেন হাজারো মানুষ। সেখানে অনুরাগীরা ঘিরে ধরেন তাঁকে। প্রচণ্ড ভিড়ের মাঝে আটকে পড়েছিলেন । সেখানেই ‘দহি হাণ্ডি’ ভাঙার সময় ‘ভারত মাতার জয়’ বলতে শোনা যায় নায়িকাকে। তা নিয়ে সমাজমাধ্যমে বিস্তর সমালোচনা শুরু হয়। নায়িকা এও বলেন, ‘সম্পূর্ণ ভিডিও না দেখে, সামান্য অংশ দেখে কাউকে বিচার করা উচিত নয়। তবে কেবল জন্মাষ্টমীতে নয়, প্রতিদিন বলতে পারি ভারত মাতার জয়।’ জাহ্নবীর এই জবাবে মুগ্ধ হলেন অনেকেই।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ