দুবেলা, জিনিয়া সাহাঃ গত শুক্রবার মুক্তি পায় মোহিত সুরি পরিচালিত ছবি “সাইয়ারা”। মুক্তির তিন দিনের মধ্যেই ছবিটি এই বছরের সর্বাধিক আয় করা ছবিগুলির মধ্যে অষ্টম স্থানে জায়গা পেয়েছে। সারা ভারতের তরুন প্রজন্মের উন্মাদনায় অসংখ্য শো হাউসফুল হয়েছে। যার ফলে এই সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি বিশ্বব্যাপি বক্স অফিসে ইতিমধ্যেই ১০০ কোটির বেশি অঙ্কের আয় করেছে।
প্রথম দুদিনে ছবিটি ভারতে নেট আয় করে ৪৮ কোটি। ছবির নিরমাতাদের তথ্য অনুযায়ী, রবিবার আরও ৩৫ কোটি যুক্ত করে নেট আয় হয় ৮৪ কোটি এবং গ্রস আয় হয় ১০১ কোটি। বিদেশের বাজারেও ছবিটির অনবদ্য প্রভাব দেখা গেছে , ব্যবসা করেছে প্রায় ২ মিলিয়ান। যার থেকে বোঝা যায় সব মিলিয়ে গ্রস কালেকশন গেছে ১১৯ কোটির কাছাকাছি। “সাইয়ারা” ইতিমধ্যেই সানি দেওলের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি জাট এর কালেকশন ১১৮ কোটি ছাড়িয়ে গেছে।
সোমবারও “সাইয়ারা”র জন্য শুভ সূচনা হয়েছে। Sacnilk -এর রিপোর্ট অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ছবিটি ৪.৫ কোটি আয় করেছে। এর থেকে বোঝা যাচ্ছে, ছবিটি সোমবারের পরীক্ষাতেও সফল হবে এবং প্রথম সপ্তাহটি বেশ প্রভাবশালী হবে। যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে “সাইয়ারা” শীঘ্রই অক্ষয় কুমারের “কেশারি চ্যাপ্টার ২” (১৪৪ কোটি) এবং “স্কাই ফোর্স” (১৬৮ কোটি)-কে ছাড়িয়ে যেতে পারে। সালমান খানের “সিকান্দার” (১৭৬ কোটি)-ও ছবিটির ধরাছোঁয়ার বাইরে নয়।
‘সাইয়ারা’ ছবিটির মাধ্যমে আহান পান্ডে এবং অনীত পাড্ডার বলিউড ইন্ডাস্ট্রিতে পা দিলেন। এই ছবির হাত ধরে আবারও পরিচালক মোহিত সুরি রোমান্টিক ধারার ছবিতে ফিরে এসেছেন। সমালোচকরা ছবিটির প্রশংসা করেছেন, বিশেষ করে এই নবীন অভিনেতা-অভিনেত্রীর অনবদ্য অভিনয়ের জন্য। শুক্রবার ছবিটি প্রেক্ষাগৃহে হাউসফুল চলেছিল, যার ফলে অনেক প্রেক্ষাগৃহেই সপ্তাহের শেষে শো বাড়ানো হয়েছিল। যশ রাজ ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে এবং এর সিইও অক্ষয় বিধানি প্রযোজক হিসেবে রয়েছেন।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ