দুবেলা, রিয়া বিশ্বাস: সঙ্গীতজগতের আকাশে নেমে এল শোকের ছায়া। ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ আর নেই। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
সিঙ্গাপুরে চলছিল North East India Festival। সেই উপলক্ষে তিনি সেখানেই অবস্থান করছিলেন। আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই অবসরে স্থানীয় কয়েকজনের সঙ্গে তিনি সমুদ্রভ্রমণে বের হন। সেখানে স্কুবা ডাইভিংয়ের সময় হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে জলের বাইরে তোলা হয় এবং CPR প্রয়োগ করা হয়। পরে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এ আই সি ইউ তে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় দুপুর আড়াইটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত শিল্পী। যদিও ঘটনার সঙ্গে কোনো অপরাধমূলক দিক যুক্ত নেই বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। আসাম সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গভীর শোকপ্রকাশ করে বলেন “আজ আসাম তার এক প্রিয় সন্তানকে হারাল। তাঁর কণ্ঠ আমাদের চিরকাল অনুপ্রেরণা জোগাবে।”
১৯৭২ সালে অসমের তেজপুরে জন্ম নেওয়া জুবিন গর্গ শুধু অসমিয়া সংগীতেই নয়, হিন্দি, বাংলা, তামিলসহ একাধিক ভাষায় গান গেয়ে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বলিউডে তাঁর গাওয়া ‘ইয়া আলি’ গান তাঁকে জাতীয় পর্যায়ের জনপ্রিয়তা এনে দেয়। তাঁর মৃত্যুতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভক্ত ও অনুরাগী শোকবার্তা জানাচ্ছেন। সিঙ্গাপুর থেকে মরদেহ ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেও, তাঁর সুর আর গান চিরকাল বেঁচে থাকবে কোটি কোটি মানুষের হৃদয়ে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ