দুবেলা, রিয়া বিশ্বাস: মালাইকা কে চেনেনা এমন ব্যাক্তি হয়তো নেই বললেই চলে। ফ্যাশন দুনিয়ায় তিনি সবসময়ই থাকেন ট্রেন্ডিং এ। বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মালাইকা অরোরা আবারও শিরোনামে। তবে এবারে আলোচনার কেন্দ্রবিন্দু তাঁর গ্ল্যামার ও ফ্যাশন কোনোটি নয়, বরং রিয়েল এস্টেট ব্যবসায় তাঁর সাফল্য। মালাইকা মুম্বইয়ের আম্বেরিতে অবস্থিত তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছেন এবং এই চুক্তি থেকে তিনি অর্জন করেছেন প্রায় ২ কোটিরও বেশি লাভ।
সূত্রের খবর, মালাইকা ৭ বছর আগে ওই ফ্ল্যাটটি কিনেছিলেন নিজের বসবাসের জন্য। অর্থাৎ ২০১৮ সালে ৩. ২৬ কোটি টাকায় কিনেছিলেন ফ্লাটটি। ফ্ল্যাটটির অবস্থান ছিল মুম্বইয়ের অন্যতম চাহিদাসম্পন্ন এলাকায়, যেখানে বলিউডের একাধিক তারকা, কর্পোরেট হাউসের মালিক এবং ধনী ব্যবসায়ীরা বাস করেন। মালাইকার কেনা দামের সঙ্গে বর্তমান বাজারমূল্যের বিশাল পার্থক্য তৈরি হওয়ায় বিক্রির সিদ্ধান্ত নিতেই তিনি লাভবান হয়েছেন।
প্রসঙ্গত, রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, মুম্বইয়ের অভিজাত আবাসন বাজারে প্রতি বছরই দাম কয়েকগুণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মালাইকার মতো অনেক তারকাই সম্পত্তি বিনিয়োগকে এক ধরণের সুরক্ষিত ব্যবসা হিসেবে দেখছেন। মালাইকার এই চুক্তিও সেই প্রবণতারই প্রতিফলন। জানা গিয়েছে, ফ্ল্যাটটির দাম প্রায় দ্বিগুণ বেড়ে যাওয়ায় তিনি কেবলমাত্র বিক্রি করে ফেলেননি, বরং বিশাল অঙ্কের লাভ তুলেছেন। অর্থাৎ ৫. ৩ কোটি টাকায় বিক্রি করেছেন, অতএব ৭ বছরে লাভ হয়েছে ২. ০৪ কোটি টাকা। ৬৭% লাভ করে ব্যাবসায়িক বুদ্ধিতেও বাজিমাত করলেন মালাইকা আরোরা ।
অন্যদিকে, বিনোদন জগতে মালাইকার জনপ্রিয়তা এখনও আকাশছোঁয়া। বলিউডে আইটেম গান কিংবা রিয়েলিটি শোয়ের বিচারকের আসন—সব ক্ষেত্রেই তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে তাঁর এই নতুন সাফল্য প্রমাণ করল, শুধু গ্ল্যামার নয়, ব্যবসায়িক বুদ্ধিতেও তিনি অনন্য। সামগ্রিকভাবে বলতে গেলে, মালাইকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রির ঘটনা শুধু তারকা জগতের খবরে নয়, অর্থনীতির দিক থেকেও একটি উল্লেখযোগ্য উদাহরণ। রিয়েল এস্টেট বাজারের ক্রমবর্ধমান সম্ভাবনা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত—এই দুইয়ের সমন্বয় ঘটিয়েই মালাইকা অর্জন করলেন কোটি টাকার মুনাফা।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ