দুবেলা, অরিজিৎ মন্ডলঃ ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের বেশকিছু অংশ। আজ রাত ১০:১৫ নাগাদ রাজধানী এবং উত্তর ভারতে বেশ কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭ হতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে আফগানিস্তানের উত্তর-পশ্চিমাংশ কে প্রাথমিকভাবে মনে করছে বিশেষজ্ঞরা। আফগানিস্তান ও ভারতের পাশাপাশি পাকিস্তান তাজিকিস্তান এবং চীনের কিছুটা অংশে জোরালো ভূমিকম্প অনুভূত হয়।
আরও পড়ুনঃ আবার আই এস এল ট্রফি আসলো ফিরে কলকাতায়
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৪০ থেকে ৪৫ সেকেন্ড ধরে একাধিক দফায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায় দিল্লি ও তার আশপাশের অঞ্চলে অনেক মানুষ তাদের নিজেদের ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
আরও পড়ুনঃ প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড