গরম পড়তেই পানীয় জলের সংকট

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: দেগঙ্গার সোহাই-শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের সোহাই এলাকায় বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের পাম্প দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। এতে প্রায় ৩০০ পরিবারের পাশাপাশি বাজারে আসা সাধারণ মানুষও প্রত্যেকদিন জল সংকটে পড়েছেন।

আরও পড়ুন:হোলি কা দহন: অহং ঢাকে রঙে

সরকারি তহবিল থেকে ২০২২ সালে পাঁচ লক্ষাধিক টাকা ব্যয়ে এই প্রকল্প চালু হয়। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে গাছ ভেঙে পড়ায় ট্যাঙ্ক, ইলেকট্রিক লাইন ও ছাউনির ক্ষতি হয়। সেবার মেরামতির পর কিছুদিন ঠিকঠাক চললেও আবার একই পরিস্তিথি। অকেজো হয়ে পড়ে পাম্পটি। ফলে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন:পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। কেউ কেউ জল কিনে খেতে বাধ্য হচ্ছেন, আবার অনেকেই নলকূপ বসিয়ে জল সংগ্রহ করছেন। পাশের সোহাই বাজারে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত থাকলেও পানীয় জল পাওয়া যাচ্ছে না।স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত এই সমস্যা সমাধান হোক। পঞ্চায়েত প্রধান ইত্তেসাম খাতুন আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই পানীয় জল প্রকল্পটি সচল করা হবে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment