বিপর্যস্ত হচ্ছে কলকাতার ফুসফুস, প্রতিবাদ বিশেষজ্ঞদের

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : সম্প্রতি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) রবীন্দ্র সরোবরের প্রায় পাঁচ বিঘারও বেশি জমি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়। লক্ষ্য সেখানে তারকাদের জন্য ক্রিকেট গ্রাউন্ড তৈরি করা। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বহু পরিবেশবিদ, পক্ষীবিদ ও অন্যান্য স্থানীয় মানুষ যাদের কাছে রবীন্দ্র সরোবর প্রাতঃভ্রমণের অন্যতম জায়গা।

আরও পড়ুন : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ

কেএমডিএ-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রায় ১১০০ র বেশি মানুষ বিরোধিতামূলক চিঠিতে সই করেছেন। বহু পরিবেশবিদদের মতে রবীন্দ্র সরোবরের এতোখানি জমিতে ক্রিকেট গ্রাউন্ড করা হলে ক্ষতিগ্রস্ত হবে ঢাকুরিয়া লেক। ঢাকুরিয়া লেককে বলা হয় দক্ষিণ কলকাতার ফুসফুস যা ইতিমধ্যেই বহু কারণে দূষিত হয়েছে যা আরো দূষিত হবে এই সিদ্ধান্তের ফলে। বিশেষজ্ঞদের মতে গাছ কাটার ফলে কলকাতায় অনেক দূষণ বৃদ্ধি হয়েছে, তার সাথে বাড়ছে গরমও। এই কাজ যদি তারা করেন তাহলে পরিবেশের আরো অনেক বেশি ক্ষতি হবে। যেখানে এখন সবাই গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার কাজে তৎপর হয়েছে সেখানে কেএমডিএ – এর এরকম একটি সিদ্ধান্ত মানুষকে সুনিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। পরিবেশ প্রেমী এবং পরিবেশবিদরা চিঠিতে জানিয়েছেন এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দেওয়া উচিত।

আরও পড়ুন : রাহুল গান্ধীর বক্তব্যে সমর্থন প্রাক্তন পাক মন্ত্রীর, কটাক্ষ বিজেপির

কলকাতায় দিনে দিনে সবুজের সংখ্যা কমে আসছে। এই প্রতিবাদে চুপ থাকেনি কেএমডিএ। তারা জানায় তারা সম্পূর্ণ পরিবেশ রক্ষা করেই যা করার করবে। ওই ৫ বিঘা জমিতে প্রায় ৩০ টি গাছ আছে। কিন্তু তার একটি ও কাটার প্রয়োজন পড়বে না জানান কেএমডি এর এক উচ্চপদস্থ অফিসার। পাখিদের যাতে কোন ক্ষতি না হয় তাই তাদের সময়সীমা থাকবে সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। তবে পরিবেশবিদরা কেউই এই সিদ্ধান্ত মেনে নিতে চান না। সবুজ বৃদ্ধির বদলে তা আরো কমানো মোটেও কাম্য নয় জানান এক জলবায়ু বিশেষজ্ঞ।

আরও পড়ুন : ক্যাডবেরিতে ফাঙ্গাস, সতর্ক থাকুন

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment