মদ-জুয়া-সাট্টার প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস : উত্তর ২৪ পরগনার হালিশহর এলাকায় মদ জুয়া- সাট্টার প্রতিবাদে এক যুবকের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ।পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নবজীবন সংঘ ক্লাবে দীর্ঘদিন ধরে মদ, জুয়া ও সাট্টার মতো অসামাজিক কার্যকলাপ চলছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই কার্যকলাপের প্রতিবাদ করায় শুভম দাস নামে এক যুবককে মারধর করা হয় এবং বন্দুকের বাঁট দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়।

অভিযুক্ত ব্যাক্তির নাম সুরজিত ঘোষ ওরফে বুম্বা, যিনি ওয়ার্ড কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। স্থানীয়দের দাবি, সুরজিতের মদতে ক্লাবে এই অসামাজিক কার্যকলাপ চলত, এবং এর থেকে প্রাপ্ত অর্থ কাউন্সিলরের কাছে পৌঁছাত। ঘটনার প্রতিবাদে স্থানীয় মহিলারা ক্লাবটিতে তালা মেরে দেন।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে। কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস এই ঘটনার সঙ্গে তার কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন এবং পুলিশকে তদন্তে সহায়তা করছেন।

এই ঘটনার ফলে হালিশহর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।এবং স্থানীয় বাসিন্দারা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখাতে এবং স্বাভাবিক পরিবেশ গড়ে তুলতে চাইছে গ্রামবাসীরা।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment