আশার আলো দিয়ে, ভরসা কেড়ে নেয়?

Spread the love

দুবেলা, শ্রদ্ধা দাস: উত্তর কলকাতার বুকে দমদম সংলগ্ন এলাকার 59 কালী চরণ ঘোষ রোডে অবস্থিত “SHBANAYAKHOSPITAL”(SHBH)” এই হাসপাতালকে নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে যেমন আধুনিকতার মাধ্যমের দ্বারা চিকিৎসা রোগীর কাছে আসার আলো দেখায়, আবার ঠিক প্রশ্ন উঠেছে স্বপ্নভঙ্গরের।  উঠেছে নানা জল্পনা ও প্রশ্ন।

ইতিবাচক দিক থেকে বললে এই হাসপাতালে ১০১ শয্যার আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ২৪ ঘণ্টার এমার্জেন্সি পরিষেবা (24 × 7)এবং প্যাথলজি, গাইনি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্সসহ একাধিক বিভাগ রয়েছে। বলতে গেলে সব রোগের চিকিৎসা এখানে হয়ে আসছে। কিন্তু ইতিবাচক দিকেও ছাপিয়ে খবরের শিরোনাম হয়ে উঠেছে নেতিবাচক দিকও।

হসপিটাল এর বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। অধিক মাত্রায় বিল যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে উঠে না। সামান্য রোগের বিলও বেড়ে উঠেছে আকাশ ছোঁয়া।  অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থাকতে হয় ডাক্তার জন্য, যার জন্য রোগীর অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে, বিশেষ করে OPD তে দীর্ঘ অপেক্ষা। অ্যাম্বুলেন্স পরিষেবার দিকে প্রশ্ন উঠেছে সময় মত অ্যাম্বুলেন্স থাকে না।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment