কবে বন্ধ হবে সিভিকদের দাদাগিরি ?

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুরে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে। ডালখোলা হাট থেকে গরু নিয়ে আসছিলেন রুহুল আলী নামের এক ব্যবসায়ী ও সাথে ছিল হেলপার। বাংরুয়া গ্রামের বাসিন্দা রুহুল আলী বিকেলে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা পয়েন্টে পৌঁছালে, তিন সিভিক ভলান্টিয়ার তার লড়ি আটক করেন এবং এক হাজার টাকা দাবি করেন।

আরও পড়ুন:অন্তরে বাস করে যে

লড়িচালক পাঁচশো টাকা দিতে চাইলে সিভিক ভলান্টিয়াররা তা নিতে অস্বীকার করেন এবং তাকে গাড়ি থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভিতরে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করেন। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভুক্তভোগী চালক হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।হপ্তা তোলার এই ঘটনা প্রত্যেক দিন করছে বলে অভিযোগ উঠছে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে।

আরও পড়ুন:ভারতের জার্সিতে প্রত্যাবর্তন সুনীল ছেত্রীর

সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে এরকম অভিযোগ নতুন নয়।এর আগেও বহু ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের নাম উঠে এসেছে। সবসময় সিভিক ভলেন্টিয়ারাই কেন এইরকম বেআইনি কাজ কর্মে জড়িত।প্রশ্ন উঠছে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment