বৈশাখের দাবদাহে প্রকৃতি পুড়ছে। তীব্র গরমে দৈনন্দিন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে যেমন প্রচণ্ড রোদের উত্তাপ, তেমনি রাতেও গরমের তীব্রতায় মুশকিল হয়ে পড়েছে ঘুমানো। এসি ব্যবহার সম্ভব না হলে গরমে কীভাবে ঘর ঠান্ডা রাখবেন? এই আবহাওয়ায় স্বস্তি পেতে জেনে নিন কিছু টিপস।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ