দুবেলা, মনোমিতা কুন্ডু: ২২, ২৩ ও ২৪ মে বাস, মিনিবাস, ট্রাক ও স্কুল বাস পরিসেবা বন্ধ থাকবে। ৮ বছরের নিম্নে ভাড়া মুকুব, পুলিশের সমস্যা ইত্যাদি বিভিন্ন কারণে এই পদক্ষেপ। একাধিক বার সরকারকে বলার পরেও সরকার এ বিষয়ে কোন গুরুত্ব দেয়নি। অন্যত্র, ওলা, উবের , অটো, টোটোর মতো পরিবহন সরকারের চোখে যথেষ্ট প্রাধান্য পাচ্ছে।
এদিকে বাসের মতো গণপরিবহনের ক্ষেত্রে সরকার ফাঁকি দিচ্ছে। পেট্রোলের অত্যাধিক দাম বাড়ার পরেও দীর্ঘকাল ধরে বাস স্বল্প ভাড়ায় সাধারণকে পরিষেবা দিচ্ছে। তবে বর্তমানে তারা প্রায় অপারক হয়ে পড়েছে।
চলমান পরিবহণ ব্যবসার সংকট মোকাবিলায় এবং সমস্যা জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যে, ৮ মে ২০২৫ তারিখে কলকাতা প্রেস ক্লাবে এক যৌথ আলোচনায় রাজ্যের বিভিন্ন পরিবহণ সংগঠন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ২২, ২৩ ও ২৪ মে রাজ্যজুড়ে বাস, মিনিবাস, ট্রাক ও স্কুল বাস পরিষেবা বন্ধ রাখা হবে। পরিবহণ পরিষেবার ক্রমাগত অবনতির প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্কুলবাস এবং ট্রাক আমাদের সঙ্গে এ বিষয়ে নৈতিক সমর্থন করেছে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ