অনিশ্চিত উচ্চমাধ্যমিক পরীক্ষা!

Spread the love

দিনহাটা: উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট না পেয়ে পরীক্ষা দেওয়া অনিশ্চিত দিনহাটা সাহেবগঞ্জ হাইস্কুলের চার ছাত্রের। সোমবার ওই চার ছাত্র স্কুলে এসে জানতে পারেন তাদের কোনো এডমিট কার্ড আসেনি। এর পরেই তারা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এই চার ছাত্র জানান, স্কুলের পক্ষ থেকে তাদের সাথে কোনরকম যোগাযোগ করা হয়নি।

তাই তারা ফর্ম ফিলাপ করতে পারেননি। শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক ননি গোপাল বর্মন অবশ্য জানান ওই ছাত্রদের সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। অনেকেই টেস্ট পরীক্ষা দিয়েছে আবার ফর্ম ফিলাপ করে নি। এটা এই ছাত্রদের ব্যক্তিগত উদাসীনতা। তবু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করছি পরীক্ষা দেওয়ার কোনো রকম ব্যবস্থা করা যায় কিনা।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment