‘নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: ৮ মার্চ ২০২৫ শনিবার আন্তর্জাতিক নারী দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি কলকাতার রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন দলের শীর্ষস্থানীয় মহিলা নেত্রীসহ অসংখ্য কর্মী। মিছিলের মূল স্লোগান ছিল ‘নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’।

এই স্লোগানটি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রচনাকরেন, যা নারী ক্ষমতায়নে তাঁর অবদানকে প্রতিফলিত করে।

আরও পড়ুন:যুবভারতীতে দুরন্ত জয় মোহনবাগানের

মিছিলে বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছিল। ছিল বাউল গান, লোকনৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনা। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে মিছিলে মাইকের ব্যবহার সীমিত রাখা হয়েছিল যাতে শিক্ষার্থীদের কোনোরকম প্রভাব না পরে।নারী দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে অনুরূপ কর্মসূচি পালিত হয় স্লোগানের মাধ্যমে।

আরও পড়ুন:অন্তরে বাস করে যে

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে নারীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। নারী দিবসের এই বিশেষ আয়োজনে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের নারীদের উন্নয়নের ধারাবাহিকতা ও সাফল্য উদযাপন করেছে। এই উদ্যোগ নারীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজে তাদের অবস্থান সুদৃঢ় করতে সহায়তা করবে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment