নিউটাউনে টোটো চালকের মর্মান্তিক মৃত্যু

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে রক্তাক্ত অবস্থায় এক টোটো চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গভীর রাতে নির্জন রাস্তায় তিন রাস্তার মোরে প্রকাশ্যে ৪৩ বছর বয়সি টোটো চলোককে খুন করা হয়েছে। মৃতের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মৃতের নাম সুশান্ত ঘোষ। রক্তাত্ব অবস্থায় ওই ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যেতেই মৃত বলে ঘোষণা করে। মৃতের মুখ ক্ষতবিক্ষত অবস্থা ছিল যে তাকে সহজে চেনা মুশকিল হয়ে পড়েছিল। পরিবার সূত্রে জানা গেছে সুশান্ত দিনে নিউটাউনে এক ম্যাডামের গাড়ি চালাতেন। এবং রাতে অবসর সময়ে টোটো চালাতেন। পরিবারের সূত্রে এই ঘটনায় সন্দেহের মধ্যে রয়েছে গিরিশ ঘোষ ও মামনি ঘোষ। কিছু দিন আগে ২০০০০ টাকা ধার দিয়েছিলেন তাদের সুশান্ত। সেই টাকা চাওয়াতে কি তার সাথে এমন ঘটনা ঘটলো? এছাড়া সম্পর্কের টানাপোড়ের চলছিল তার। নাকি একেবারে ভিন্ন কোনো বিষয় জড়িত এই ঘটনায় তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিক।

আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে এখনও পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। নিরাপত্তা বাহিনী আশ্বাস দিয়েছে যে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এই মর্মান্তিক ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং তাঁরা রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment