ভিপ্যাট স্লিপ যাচাইয়ের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

Spread the love

দুবেলা: ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ যাচাইয়ের গুচ্ছ আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দ্বিতীয় দফার ভোট চলাকালীনই এই আবেদনটি খারিজ হয়ে যায়। আবেদনে ভোটিং মেশিনে বোতাম টেপার সঙ্গে প্রতিটি ভোট যে সঠিক জায়গায় পড়েছে।

আরও পড়ুনঃ বুড়ো হাড়ে ভেলকি ধোনির, আবার তালিকায় শীর্ষে

তা যাচাই করার জন্য ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাটে বেরনো টুকরো কাগজ পরীক্ষার দাবি তোলা হয়েছিল। কিন্তু, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্ত দুজনেই এ বিষয়ে একমত হন।তাই এই আবেদনটি খারিজ করে দেন।

আরও পড়ুনঃ র‍্যাগিং এর শিকার অভিনেতা তেজ, তা নিয়ে কি বললেন সুদীপ্তা!

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment