একের পর এক ভূতুড়ে ভোটারের খোঁজ

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: একের পর এক জায়গায় ভূতুড়ে ভোটারের খোঁজ মিলছে বিভিন্ন এলাকায়। তেমন ভাবে এই ভূতুড়ে ভোটার খুঁজতে নেবে পড়েছেন দলীয় নেতারা। এবারে খোঁজ মিললো জলপাইগুড়ি জেলায়। তৃণমূলের তৎপরোতায় উঠে এল সন্দেহজনক ১১৮ জনের নাম।

অনেকাংশের দাবি ভোটের আগে এভাবেই সন্ধান করা হবে ভূতুড়ে ভোটারের। সোমবার জলপাইগুড়ির জেলা তৃণমূলের বৈঠকে ওই ১১৮ জন সন্দেহজনকের নাম জমা করা হয়েছে। এর মধ্যে বেশি নাম রয়েছে রাজগঞ্জ ব্লক থেকে। এরকম ভূতুড়ে ভোটারের বেআইনি কাজকর্ম বন্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাথেই জলপাইগুড়ির সন্দেহভাজনের নামের তালিকা প্রশাসনের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment