SSC পরীক্ষা নির্ধারিত সময়েই, নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষা আর কোনওভাবেই পিছোবে না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, কমিশনের প্রকাশিত সময়সূচি মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ পরিবর্তনের সবরকম দাবি আদালত খারিজ করে দিয়েছে। এর ফলে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটল।

কিছু প্রার্থী আদালতের দ্বারস্থ হয়ে দাবি করেছিলেন, প্রস্তুতির সুযোগ কম থাকায় পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হোক। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “পরীক্ষা স্থগিত করা হলে নিয়োগ প্রক্রিয়া আরও বিলম্বিত হবে। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ আটকে রয়েছে, তাই সময়মতো পরীক্ষা হওয়া অত্যন্ত জরুরি।”

আদালতে আলোচনায় আসে ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেল থেকে নিয়োগ পাওয়া প্রার্থীদের বিষয়ও। কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, যাঁরা ‘অযোগ্য’ বা ‘টেইনটেড’ তালিকায় আছেন তাঁদের আর পরীক্ষায় বসার সুযোগ নেই। তবে কেউ যদি প্রমাণ দিতে পারেন যে তাঁরা ওই তালিকায় ভুলভাবে যুক্ত হয়েছেন, সেক্ষেত্রে সেই অভিযোগ খতিয়ে দেখা হবে। এবং অযোগ্যরা যাতে পরীক্ষায় বসতে না পারে তাই ৭ দিনের মধ্যে অযোগ্যদের বাছাই করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ।আজ স্কুল সার্ভিস কমিশনকে ফের জিজ্ঞাসা করা হয়।

স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আগামীকালই স্কুল সার্ভিস কমিশনের অযোগ্যদের তালিকা ঘোষণা করবে। যেসব অযোগ্যরা আবেদন করেছে তাদেরকে খতিয়ে দেখা হচ্ছে এবং বাতিল করা হচ্ছে। আদালতের নির্দেশ যদিও কোনও অযোগ্য ব্যক্তি পরীক্ষায় বসে পড়ে । তবে পরীক্ষার পরও পরীক্ষার খাতা গুলি খতিয়ে দেখা হবে। যদি কেউ অযোগ্য বলে প্রমাণ হন তাহলে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে করা নির্দেশ দিয়েছে সুপ্রিমকোট।

স্কুল সার্ভিস কমিশন আগেই জানিয়েছিল, নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সব ক্ষেত্রেই প্রক্রিয়া এগিয়ে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে এবার আর কোনও অনিশ্চয়তা রইল না। আদালতের রায়ের পর পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন, সময় স্বল্পতার কারণে প্রস্তুতিতে চাপ বাড়বে। তবে অধিকাংশই স্বস্তি পেয়েছেন কারণ নিয়োগ প্রক্রিয়া আর দেরি না হয়ে অবশেষে গতি পাবে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশে পরিষ্কার চলতি বছরের এসএসসি পরীক্ষা ৭ ও ১৪ সেপ্টেম্বর নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ অনিশ্চয়তার পর এই সিদ্ধান্ত রাজ্যের শিক্ষাক্ষেত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

Related posts

Leave a Comment