সুদীপ্ত গুপ্তের নবম শহীদ দিবস

Spread the love

দুবেলাঃ ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে রাজভবন অভিযানে পুলিশের আক্রমনে নিহত ছাত্র নেতৃত্ব সুদীপ্ত গুপ্তের নবম শহীদ দিবস জলপাইগুড়িতে পালন করা হলো এসএফআই এর পক্ষ থেকে। এদিন শহীদ ছাত্র নেতার প্রতিকৃতিতে মাল্যদান, মোমবাতি জ্বালিয়ে এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।

 

এপ্রসঙ্গে এসএফআই এর জেলা সম্পাদক প্রভাকর সরকার বলেন, সুদীপ্ত গুপ্ত একটা আদর্শের নাম। আর এরাজ্যের বুকে গণতন্ত্র আদায়ের লড়াইয়েরও নাম। চারবছর থেকে অগণতান্ত্রিক ভাবে রাজ্য সরকার কলেজের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে। আমরা চাই খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করে কলেজে ছাত্র-ছাত্রীদের গনতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা হোক। ছাত্র নেতৃত্ব কঙ্কন রায়চৌধুরী,অনুভব দে,কৌশিক ঘোষ,অনির্বান দে, শুভম সাহা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment