নেহা ব্যানার্জী, দুবেলা: বিখ্যাত প্রাক্তন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা তাঁর মাতৃত্ব এবং শিশু প্রতিপালন নিয়ে নিজস্ব মতামত ভাগ করেছেন। “পারেন্টিং” কখনোই একধরনের নয়। একটা বাচ্চার জন্ম দেওয়া থেকে তাকে বড় করে তোলার পেছনের অগুনতি রাত জাগা প্রত্যেকের আলাদারকম। এটি যতটা বিশেষ ঠিক ততটাই কঠিন!
সম্প্রতি মাসুম মিনাওয়ালার সঙ্গে ৩৮ বছর বয়সী সানিয়া মির্জা তাঁর মাতৃত্ব এবং অভিভাবকত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন এই বিশেষ অভিজ্ঞতা থেকে একজন মানুষ অনেক কিছু শিখতে পারেন। পডকাস্টে তিনি জানান প্রথমবার তাঁর নবজাতক পুত্র সন্তান ইজহানকে রেখে কাজে যাওয়ার সময় তিনি কি ভীষন অপরাধবোধে ভুগেছিলেন। সন্তান জন্মানোর ছয় সপ্তাহের মাথায়, তাঁকে একটি অনুষ্ঠানের জন্য দিল্লি যেতে হয়েছিল– যা তাঁর জন্য এক অত্যন্ত কঠিন সময় ছিল। এমন এক অভিজ্ঞতা যা কাওকে বলে বোঝানো সম্ভব নয়।
অপরাধবোধের প্রসঙ্গেই সানিয়া বলেন মায়েরা বেশিরভাগ সময় অপরাধবোধের ভার নিজের ওপর চাপিয়ে নেন, অথচ এধরনের পরিস্থিতি খুবই সাধারণ এবং শিশুরাও সহজেই এই বিষয়ের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। তিনি আরো জানান, একবার একটি ফ্লাইটে থাকাকালীন তাকে দুধ পাম্প করতে হয়েছিল – যা তাঁর জন্য মানসিক এবং শারীরিকভাবে কষ্টকর ছিল। সারাদিন জুড়ে তিনি তার সন্তানকে ফেলে আসা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে বাড়ি ফিরে দেখেন তার সন্তান একেবারেই সুস্থ এবং স্বাভাবিক আছে, যা তাকে স্বস্তির আশ্বাস দেয়।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ