দুবেলা: আজ ২৬ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ঋষভ পন্থ। জন্মদিনের আগের দিন অর্থাৎ মঙ্গলবার তিনি পুজো দিতে পৌছে গিয়েছিলেন কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে।
প্রায় ১বছর আগে ঘুরতে যাওয়ার সময় গাড়ি চালাতে গিয়ে বিশাল দুর্ঘটনায় সম্মুখীন হতে হয়। তারপর নদীর জল অনেক বয়ে গেছে। তাকে ভারতীয় দল থেকে ছিটকে যেতে হয় এই দুর্ঘটনার জন্য। তারপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিলে তিলে নিজেকে আবার তৈরি করছে জাতীয় দলের ফিরতে। সামনেই বিশ্বকাপ।
তার আগে নিজেকে পুনরায় মাঠে ফিরতে কোন খামতি রাখছেন না ঋষভ। জন্মদিনের আগের নিজের মঙ্গলকামনার জন্য গতকাল কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে যান।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ