গোল্ড লোনে এবার কড়াকড়ি নির্দেশ  রিজার্ভ ব্যাঙ্কের

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: গোল্ড লোনের ক্ষেত্রে সতর্ক হওয়ার জন্য ব্যাঙ্ক ও নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান গুলিকে নির্দেশ দিতে চলেছে আরবিআই। সোনার উচ্চ মূল্যের কারণে বর্তমানে ভারতে গোল্ড লোনের চাহিদা দিন দিন বাড়ছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এই ঋণের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অন্যান্য ঋণের তুলনায় অনেক বেশি। এই ঋণের জনপ্রিয়তার পেছনে সোনার উচ্চ মূল্য এবং সহজলভ্য ঋণের সুযোগ অন্যতম কারণ। তবে এই খাতে অনিয়ম ও প্রতারণার সম্ভাবনা থাকায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ঋণ প্রদান প্রক্রিয়ায় আরও কঠোরতা আনতে নতুন নির্দেশনা জারি করতে চলেছে।

রিজার্ভ ব্যাঙ্ক চাইছে ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলো আরও সতর্কতার সঙ্গে গোল্ড লোন অনুমোদন করুক। কিছু নিয়ম তৈরি করা হলো লোন প্রক্রিয়ায়।ঋণগ্রহীতাদের যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হবে, যাতে ঋণপ্রার্থীর আর্থিক অবস্থা ও ঋণ পরিশোধের ক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন করা যায়। পাশাপাশি, বন্ধক রাখা সোনার প্রকৃত মালিকানা যাচাই করার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে প্রতারণার আশঙ্কা কমে। এছাড়াও, ঋণের অর্থ সঠিক কাজে ব্যবহার হচ্ছে কি না, তাও নজরদারিতে রাখা হবে।কোনোরকম প্রতারণা যাতে না হয় তার জন্যই বিশেষ এই ব্যবস্থা।

সোনা শুধু মূল্যবান ধাতু হয় বিভিন্ন শুভ কাজে এর গুরুত্ব অনেক বেশি।নানান  অনুষ্ঠানে এর চাহিদা প্রচুর বেড়ে যায় সাথেই সোনার উচ্চ মূল্যের কারণে ঋণের চাহিদাও বেড়েই চলেছে।গত বছর থেকেই গোল্ড লোন খাতে কিছু অনিয়ম লক্ষ্য করেছে আরবিআই। কিছু ঋণদাতা প্রতিষ্ঠান সঠিক নিয়ম অনুসরণ না করে ঝুঁকিপূর্ণ ঋণ দিচ্ছে, যা ভবিষ্যতে অর্থনৈতিক বিপদের কারণ হতে পারে। বিশেষ করে সোনার সঠিক মূল্যায়ন এবং ঋণ অনুমোদনের ক্ষেত্রে গাফিলতি দেখা যাচ্ছে। এসব অনিয়ম রোধ করতেই নতুন নিয়ম চালু করা হচ্ছে আরবিআই এর পক্ষ থেকে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment