রাজ্য জুড়ে লাল সতর্কতা, ভাঙতে চলেছে তাপমাত্রার সমস্ত রেকর্ড

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তীঃ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বৈশাখের তীব্র দাবদাহে অস্থির মানুষ। বৃষ্টির কোনো চিহ্নই নেই । প্রায় অর্ধেক বৈশাখ শেষ হতে চললেও কালবৈশাখীর সুখবর পাচ্ছে না বঙ্গের মানুষ। গত ৪৫ বছরে এপ্রিল মাসে এত গরম পরেনি কলকাতায়। কাল অর্থাৎ ২৭ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯° সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হতে পারে ৪২° সেলসিয়াস। তবে এখানেই শেষ নয়, রবিবার থেকে তা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যা সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ ভিপ্যাট স্লিপ যাচাইয়ের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ আরো তিন জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মত পশ্চিমের জেলা গুলোতে থাকছে লাল সতর্কতা। মেদিনীপুরে সোমবার ও মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৪° সেলসিয়াস, কলকাতার থেকেও এক ডিগ্রি বেশি। দক্ষিণের বেশ কিছু জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে ফলে সেখানে কমলা সর্তকতা জারি করা হয়েছে। এই অসহ্য গরমের হাত থেকে রেহাই পাচ্ছে না উত্তরের জেলাগুলিরও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও বাকি এলাকায় বজায় থাকবে গরম এবং শুকনো আবহাওয়া। সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ ২৯ এবং ৩০ শে এপ্রিল রাজ্যের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ বুড়ো হাড়ে ভেলকি ধোনির, আবার তালিকায় শীর্ষে

সোমবার এবং মঙ্গলবার আনুমানিক ৪৩° সেলসিয়াস তাপমাত্রা থাকবে, তার সাথে বইবে লু। এভাবেই চলবে দিন কয়েক। বৃষ্টির কোন পূর্বাভাস না থাকায় চিন্তায় সাধারণ মানুষ। হিট স্ট্রোকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বাইরে কাজে বেরিয়ে। চিকিৎসকেরা জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং সাথে ওআরএস দুটোই অত্যন্ত জরুরি এই গরমের সাথে মোকাবিলা করতে। বাইরে বেরোলে টুপি বা ছাতার অবশ্যই ব্যবহার করা উচিত।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment