দুবেলা, অরিজিৎ মন্ডলঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারিকে বেআইনি বলে আখ্যা দিলো পাকিস্তানের সুপ্রিম কোর্ট। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া নির্দেশ দিয়েছে পাকিস্তানের শীর্ষ আদালত। এবং তাকে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আল কাদির ট্রাস্টের জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ইমরান খানকে। মঙ্গলবার ইসলামাবাদ আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করানো হয়। সেই মামলার শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ আজ রায়দান করে। বিচারপতিরা তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। শুনানি চলাকালী ইমরান বিচারপতিদের উদ্দেশ্যে বলেন,” গত ২৪ ঘন্টায় তাকে হেফাজতে পাসবিক অত্যাচার করা হয়। তাকে শৌচাগারের ব্যবহার করতে দেওয়া হয়নি।”
ইমরানকে মুক্তির নির্দেশ পাক সুপ্রিম কোর্টের
